শুক্রবার, ২৯ মে, ২০১৫

‘আমাদের জন্য অনেক বড় সিরিজ’



সাকিব আল হাসানপাকিস্তান সিরিজের অনেক আগেই বাংলাদেশকে ফেবারিট বলে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। এবার আর সেটা বলছেন না। সিরিজ জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখছেন ভারতকেই। তবে মহেন্দ্র সিং ধোনির দল যত বড় ক্রিকেট পরাশক্তিই হোক, তাদের বিপক্ষেও সিরিজ জয়টাকে অসম্ভব মনে করেন না সাকিব আল হাসান। কাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট ও টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার বললেন, ভারতকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন—
. ভারত সিরিজ তো প্রায় চলে এল। আপনাদের প্রস্তুতিও শুরু হয়ে যাবে কাল (আজ) থেকেই। প্রস্তুতিতে কোন দিকটায় জোর দিতে হবে বলে মনে করেন?
সাকিব আল হাসান: সব দিকেই সমান নজর দিতে হবে। আলাদাভাবে কাজ করতে হবে, এমন কোনো দিক নেই। ভারতের মতো দলের বিপক্ষে ভালো ফলাফল করতে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই ভালো হতে হবে।
. বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচে অনেক বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের কোনো প্রভাব কি পড়তে পারে এবারের সিরিজে?
সাকিব: দেখেন, এটা সম্পূর্ণই একটা নতুন সিরিজ। আমার মনে হয় না ওই ম্যাচের কোনো প্রভাব এখানে পড়বে। অন্তত আমার মধ্যে পড়বে না। দলের অন্যদের কথা বলতে পারব না।
. দেশের মাটিতে খেলা। সেই সুবিধা তো পাবে বাংলাদেশ...
সাকিব: অবশ্যই আমরা তা পাব। দেশের মাটিতে বাংলাদেশ বরাবরই ভালো দল। আমার বিশ্বাস, দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। তা ছাড়া পাকিস্তান সিরিজে আমরা ভালো খেলেছি। মাঝে খুব বেশি বিরতি না থাকায় সেই স্মৃতিটা এখনো তাজা। বেশির ভাগ খেলোয়াড় এই সময়টায় খেলার মধ্যে থাকায় প্রস্তুতিতেও কারও ঘাটতি থাকার কথা না।
. পেস বোলিং নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল পাকিস্তান সিরিজে। এবার কি সেটা কাটিয়ে ওঠা যাবে?
সাকিব: নির্বাচকেরা নিশ্চয়ই বিষয়টা মাথায় রাখছেন। তবে আমার মনে হয় না এই সিরিজে কোনো সমস্যা হবে। বেশির ভাগ পেসারই এখন ফিট। আর যদি কেউ ফিট না-ও থাকে, যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। এ ছাড়া তো কিছু করার নেই।
. সে ক্ষেত্রে স্পিনারদের কি একটু বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন?
সাকিব: আসলে দায়িত্ব সবাইকেই নিতে হবে। টেস্ট ম্যাচ জিততে হলে আপনাকে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে হবে। সেটা একা পেসার বা স্পিনারদের পক্ষে সম্ভব না। সবাইকে সবার জায়গা থেকে ভালো করতে হবে।
. ভারতের ব্যাটিং লাইনআপ যেকোনো দলের জন্যই ভীতিকর। আপনারাও নিশ্চয়ই তাদের ব্যাটিংয়ের দিকেই চোখ রাখবেন বেশি...
সাকিব: এটা ঠিক যে তাদের ব্যাটিং ভালো। তাই বলে শুধু ব্যাটিংয়ের দিকে চোখ রাখলেই হবে না। বিশ্বকাপে ভারতের বোলাররা খুবই ভালো বল করেছে। দলটার ফিল্ডিংও বেশ ভালো। টেস্টে তারা এশিয়াতে সেরা, ওয়ানডেতেও বেশ শক্তিশালী দল। কাজেই ভালো ফল পেতে হলে ওদের সব দিক দিয়েই হারাতে হবে।
. বিশেষ কোনো ব্যাটসম্যান বা বোলারের কথা কি বলবেন, যাঁকে নিয়ে আপনাদের আলাদা করে ভাবতে হতে পারে?
সাকিব: না। ওদের সবাই ম্যাচ জেতাতে পারে। কোনো একজনকে নিয়ে আলাদা করে ভাবাটা হয়তো ভুলই হবে। তবে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় এখন আমাদেরও অনেক আছে। ওরাও নিশ্চয়ই আমাদের সেভাবেই দেখছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন